Tuesday, October 18, 2016

বিগ ম্যাচ

ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল! বিশ্বের সবচেয়ে পুরোনো ও বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক দ্বৈরথের একটি। দর্শকসংখ্যা বিবেচনায় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ।
আজ রাত একটায় যখন ম্যাচটি হবে, বিশ্বের ২০০টি দেশের মানুষ টিভি খুলে বসে পড়বে ফুটবলীয় রোমাঞ্চের খোঁজে। গত বছরও ২০০টি দেশে একসঙ্গে খেলাটি সরাসরি সম্প্রচারিত হয়েছিল। ফুটবলের ইতিহাসে আর কোনো ম্যাচ এতগুলো দেশে একসঙ্গে প্রচারিত হয়নি। এবারও সংখ্যাটা একই থাকবে। আর ঠিক কতজন মানুষ দেখবে ম্যাচটি? সংখ্যাটা চমকে দেওয়ার মতোই। পুরো বিশ্বের জনসংখ্যার ১০ শতাংশ! প্রায় ৭০০ মিলিয়ন, ৭০ কোটি মানুষ!

Related Posts:

  • ১৯৯২ চ্যাম্পিয়ন্সলীগ ফাইনাল বার্সেলোনার প্রথম চ্যাম্পিয়নসলীগ   ----রুমেল (১০.১২.১৬) আমাকে যদি টাইম মেশিন দিয়ে জিজ্ঞাসা করা হত তবে আমি কিছু চিন্তা না করেই বলে দিতাম ১৯৯২ চ্যাম্পিয়নস লীগ ফাইনাল ম্যাচের দিনটিতে।লাইভ দেখতে চাইতাম প্র… Read More
  • ম্যাচ ডে!!! ম্যাচ ডে!!! ফটবল ওইয়ার্ল্ড ডে!!! ==== ইংলিশ প্রিমিয়ার লীগ ====  চেলসি - ওয়াটফোর্ড  বিকেল ৫:৩০ চ্যানেল : Star Sports Select HD 1 লাইভ স্ট্রিম : http://www.yalla-shoot… Read More
  • এথলেটিক মাদ্রিদ বনাম বার্সেলোনা ম্যাচ রিভিউ by Monjurul Islam ম্যাচ রিভিউ বার্সেলোনা ১-১ অ্যাতলেটিকো গোল:সাউল,সুয়ারেজ লা লিগায় অষ্টম ম্যাচে এসে টানা জয়ের ছন্দপতন ঘটল। অষ্টম রাউন্ড শেষে ২২ পয়েন্ট নিয়ে অবশ্য শীর্ষেই আছে বার্সেলোনা। এটিএমের নতুন মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানো ষ্টেড… Read More
  • ৫ বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল এবং মারাকানার স্মৃতী by Likhon Kazi ১৯৫০ সালের মারকানার কষ্ট নিয়ে প্রতিটি ব্রাজিলিয়ান ঘুরে ফিরে কারন ১৯৫০ সালের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক ব্রাজিল ও উরুগুয়ে। বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে আলোচিত ফাইনাল এটি। ব্রাজিলীয়দের জন্য এই ফাইনাল ছি… Read More
  • বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়ার্ড ঘোষণা সাকিব আল হাসানকে অধিনায়ক করে সাউথ আফ্রিকার বিপক্ষে ২ ম্যাচ টি২০ সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষনা করেছে বিসিবি। এতে সর্বশেষ টি২০ স্কোয়াড থেকে ৭ টি পরিবর্তন করা হয়েছে!! 😲 ১৪ সদস্যের টি২০ স্কোয়াড : সাকিব আল হাসান, ম… Read More

0 comments:

Post a Comment