Wednesday, January 4, 2017

সাফ উইমেন্স চ্যাম্পিয়ন্সশীপ ২০১৬




প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি ভারতের মেয়েদের ৪র্থ বারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য।

সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে আজ ভারতের কাছে ৩-১ গোল হেরছে বাংলার মেয়েরা। খেলার ১২ মিনিটে গোল খেয়ে পিছিয়ে গেলেও প্রথমার্ধের ৩৭ মিনিটে স্বপ্নার গোলে দারুন  ভাবেই খেলায় ফিরে বাংলার মেয়েরা। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হলেও দ্বিতীয় অর্ধে গিয়ে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ ৬০ থেকে ৬৫ মিনিটের সময়ে ২ গোল খেয়ে খেলা থেকে অনেকটাই ছিটকে পড়ে বাংলাদেশ। তারপরও ভারতের মাটিতে তাদের সাথে ভালোই লড়াই করেছে বাংলাদেশ মেয়েদের ফুটবলে এটা সর্বোচ্চ সফলতা। নতুন দিগন্তের পথ দেখাতে এটা হতে পারে একটা উদহারণ। সঠিক দিক নির্দেশনা এবং ফেডারেশন সহ অন্যান্যরা এগিয়ে আসলে মেয়েরা আরো অনেক ‍দুর এগিয়ে যাবে।

#BengalTigress

Related Posts:

  • এথলেটিক মাদ্রিদ বনাম বার্সেলোনা ম্যাচ রিভিউ by Monjurul Islam ম্যাচ রিভিউ বার্সেলোনা ১-১ অ্যাতলেটিকো গোল:সাউল,সুয়ারেজ লা লিগায় অষ্টম ম্যাচে এসে টানা জয়ের ছন্দপতন ঘটল। অষ্টম রাউন্ড শেষে ২২ পয়েন্ট নিয়ে অবশ্য শীর্ষেই আছে বার্সেলোনা। এটিএমের নতুন মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানো ষ্টেড… Read More
  • LaLiga Top Scorers | Match Day 21 | LaLiga Top Scorers : 01. Lionel Messi - 16 02. Luis Suarez - 16 03. Cristiano Ronaldo- 13 04. Igao Aspas- 11 05. Willian Jose- 09 … Read More
  • ৫ বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল এবং মারাকানার স্মৃতী by Likhon Kazi ১৯৫০ সালের মারকানার কষ্ট নিয়ে প্রতিটি ব্রাজিলিয়ান ঘুরে ফিরে কারন ১৯৫০ সালের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক ব্রাজিল ও উরুগুয়ে। বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে আলোচিত ফাইনাল এটি। ব্রাজিলীয়দের জন্য এই ফাইনাল ছি… Read More
  • ‘স্প্যানীশ ফুটবল’ By: Mahmudul Hasan MRp স্প্যানিশ ফুটবল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লিগ হচ্ছে লা লিগা। আর এই লা লিগায় প্রতি বছর খেলে ২০ টি ক্লাব। এর মধ্যে ৪টি দলের ভাগ্যে জোটে চ্যাম্পিয়ন্স লিগে খেলা, ১ বা ২টি দলের ভাগ্যে ইউরোপা লিগে খেলা। আবার শেষের ৩টি দলকে বের হয়ে য… Read More
  • ১৯৯২ চ্যাম্পিয়ন্সলীগ ফাইনাল বার্সেলোনার প্রথম চ্যাম্পিয়নসলীগ   ----রুমেল (১০.১২.১৬) আমাকে যদি টাইম মেশিন দিয়ে জিজ্ঞাসা করা হত তবে আমি কিছু চিন্তা না করেই বলে দিতাম ১৯৯২ চ্যাম্পিয়নস লীগ ফাইনাল ম্যাচের দিনটিতে।লাইভ দেখতে চাইতাম প্র… Read More

0 comments:

Post a Comment