Wednesday, January 4, 2017
Home »
» সাফ উইমেন্স চ্যাম্পিয়ন্সশীপ ২০১৬
সাফ উইমেন্স চ্যাম্পিয়ন্সশীপ ২০১৬
প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি ভারতের মেয়েদের ৪র্থ বারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য।
সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে আজ ভারতের কাছে ৩-১ গোল হেরছে বাংলার মেয়েরা। খেলার ১২ মিনিটে গোল খেয়ে পিছিয়ে গেলেও প্রথমার্ধের ৩৭ মিনিটে স্বপ্নার গোলে দারুন ভাবেই খেলায় ফিরে বাংলার মেয়েরা। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হলেও দ্বিতীয় অর্ধে গিয়ে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ ৬০ থেকে ৬৫ মিনিটের সময়ে ২ গোল খেয়ে খেলা থেকে অনেকটাই ছিটকে পড়ে বাংলাদেশ। তারপরও ভারতের মাটিতে তাদের সাথে ভালোই লড়াই করেছে বাংলাদেশ মেয়েদের ফুটবলে এটা সর্বোচ্চ সফলতা। নতুন দিগন্তের পথ দেখাতে এটা হতে পারে একটা উদহারণ। সঠিক দিক নির্দেশনা এবং ফেডারেশন সহ অন্যান্যরা এগিয়ে আসলে মেয়েরা আরো অনেক দুর এগিয়ে যাবে।
#BengalTigress
Related Posts:
FC Barcelona Stats 2016 FC Barcelona Stats 2016 Games 59 Wins: 44 Draw: 8 Loss: 7 Goals Scored: 174 Goal Against: 43 Goal Difference: +131 Clean Sheets: 28 Trophy: 3 … Read More
Real Madrid Stats 2016 Real Madrid Stats 2016 Titles: 3 Games: 54 Wins: 41 Draws: 11 Losses: 2 Clean Sheets: 16 GF: 152 GA: 54 GD: +98 … Read More
ইতালিয়ান সুপার কোপা চ্যাম্পিয়ন এসি মিলান। এসি মিলান!! এক সময়রে দুর্দান্ত প্রতাপে খেলা ক্লাবটি যেন কোথাও খেই হারিয়েই ফেলেছিলো!!! কোপা ইতালিয়ার শিরোপা হতে পারে তাদের চেনারূপে ফেরার একটা অবলম্বন। গত রাতে জুভেন্টাসের সাথে তাদের ফাইনালটি ছিলো উত্তেজনায় ঠাসা, নির্ধারিত… Read More
রোমাঞ্চকর ফাইনাল ইউরোপীয়ান প্রতিয়োগিতার ইতিহাসের অন্যতম সেরা রোমাঞ্চকর ফাইনাল। --হুময়ান পলাশ (20.05.16) #ম্যাচ- লিভারপুল বনাম এসি মিলান #ইভেন্ট- চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল ২০০৫ #ভ্যানু: কামাল আতার্তুক অলিম্পিক স্টেডিয়াম, ইস্তাম্বুল, তু… Read More
”অপ্রতিরোধ্য বার্সেলোনার চার সৈনিক” ”বার্সেলোনা” বার্সেলোনার বর্তমান সফলতার কথা চিন্তা করলে প্রথমেই যে চারজনের নাম আপনাকে নিতে হবে তারা হচ্ছেন- লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, লুইস সুয়ারেজ এবং নেইমার জুনিয়র। এই চারজনের পারফরম্যান্স ব্যতিত বর্তমানে বার্সেলোন… Read More
0 comments:
Post a Comment