Tuesday, January 3, 2017

Fifa Best Player Voting System & My Personal Opinion – Zakir Mahmud

Fifa Best Player & My Personal Opinion – Zakir Mahmud
(People Out Side our Country please Read it using Google translate on our blog)




#ফিফা ব্যালন ডি অর যা বর্তমানেফিফা বেষ্ট প্লেয়ার” ভোটিং সিস্টেম এবং একান্তই নিজস্ব কিছু মতামতঃ

আমরা সকলেই জানি ফিফা বেষ্ট প্লেয়ার  পুরস্কারের জন্য মনোনীতদের ভোট প্রদান করে ফিফার সদস্যভুক্ত দেশগুলোর কোচ, অধিনায়ক এবং মিডিয়ার সিলেক্টেড একজন ব্যক্তি, যেখানে এবার নতুন করে যোগ হয়েছে সমর্থকদের ভোট। যার কারনে অনেকেই প্রশ্ন তোলে এখানে যে যাকে পছন্দ করে তাকেই ভোট দেয়; এবং এটা অনেকটাই সত্যও বটে।। যদিও আমার ব্যক্তিগত মতে দিন শেষে সব মিলিয়ে সেরা পারফরমারটাই জয়ী হয় কোন সময় সেখানে ভোটের ব্যাবধান বেশি হয় আবার কোন সময় কমে।

এবার আসি আসল কথায়, আমার মতে কোন ভোটের সিস্টেমেরই দরকার নেই। একজন খেলোয়াড় তার পারফরম্যান্সের ভিত্তিতেই এটা কোন ধরনের বিতর্ক ছাড়াই জিত্তে পারেন!!!!

কিভাবে????

আপনারা যারা ফেন্টাসী প্রিমিয়ার লীগ গেইমটি খেলেন তারা জানেন কিভাবে সেখানে পয়েন্ট ডিষ্ট্রিবিউট হয়।

#স্ট্রাইকারদের প্রতি গোলের জন্য পয়েন্ট

#মিড ফিল্ডারদের প্রতি গোলের জন্য পয়েন্ট

#ডিফেন্ডারদের প্রতি গোলের জন্য পয়েন্ট

#এসিস্টে সব পজিশনের জন্যই সমান পয়েন্ট

#গোলকিপারদের প্রতি টি সেইভের জন্য পয়েন্ট

#ম্যান অফ দ্যা ম্যাচের জন্য প্রাপ্ত - পয়েন্ট (রেটিং অনুযায়ী)

#ডিফেন্ডার এবং গোলকিপারের ক্লিন শীট রাখতে পারলে তার জন্য পয়েন্ট

#পেনাল্টি সেইভের জন্য পয়েন্ট

#পেনাল্টি মিসের জন্য (-) পয়েন্ট

#রেড কার্ডের জন্য (- ) পয়েন্ট

#হলুদ কার্ডের জন্য (-) পয়েন্ট

#আত্মঘাতি গোলের জন্য (-) পয়েন্ট

#ম্যাচে তিনজন হাইয়েস্ট রেটধারী বোনাস পায় যথাক্রমে - এর মধ্যে [ইনক্লুডিং ম্যান অফ দ্যা ম্যাচ]

এটা গেলো ফেন্টাসীতে পয়েন্ট ডিষ্ট্রিবিউট সিষ্টেম সেখানে তাদের এর চেয়ে বেশি প্রয়োজন হয়না তাই তারা এর মধ্যেই সীমাবদ্ধ রেখেছে।

#এখন আমার পয়েন্ট অফ ভিউতে এর সাথে আরো কয়েকটি পয়েন্ট এড করলেই যে কোন পজিশনে থেকেই যে খেলোয়ড়ই হোকনা কেন যেই ভালো পারফরম্যান্স করতে পারবে পুরো বছর জুড়ে সেই খেলোয়াড়ই ব্যালন ডি অর জিতার ক্ষমতা রাখবে!!! এবার হোক সে গোলকিপার, হোক সে ডিফেন্ডার, হোক সে মিডফিল্ডার কিংবা স্ট্রাইকার।
/
#আসুন দেখে নেই অন্য পয়েন্টগুলোঃ

#চান্স ক্রিয়েটিং - টি ক্লিায়ার চান্স ক্রিয়েটের জন্য ( . ) পয়েন্ট
[যেহেতু ক্লিয়ার চান্স সেটা থেকে গোল করতে না পারা অন্যের ব্যার্থতা চান্স ক্রিয়েটকারীর নয়]

#ড্রিবলীং প্রতি টি সফল ড্রিবলিং এর জন্য ( . ) পয়েন্ট
[যেহেতু ড্রিবলিং সবাই পারদর্শী নয়]

#সাকসেসফুল ট্যাকলঃ প্রতি টি সাকসেসফুল ট্যাকলের জন্য (.) পয়েন্ট।

#এভাবে ডুয়েল ওউন, ডুয়েল লষ্ট, পুরো বছরে পাসিং অ্যাকুরিটি, ডিসপোজেসড, ফাউল কনসিড সহ ফুটবলের যে বিষয়গুলোর উপর ভিত্তি করে রেটিং করা হয় কিংবা যেগুলো একেবারেই গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞদের মতামত নিয়ে সেগুলোর একটা মানদন্ড দাঁড় করিয়ে তার ভিত্তিতে কতটার জন্য কত পয়েন্ট দেওয়া যেতে পারে তা নির্ধারন করতে হবে।
.
বিশ্বকাপের বছর গোল্ডেন বল, গোল্ডেন বুট, এগুলোর জন্য পয়েন্ট থাকবে তদরুপ প্রতিটি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্যেই একটি পয়েন্ট থাকবে।

---এবার আসি শিরোপা প্রসঙ্গেঃ

#প্রতি ট্রপির জন্য মান বিবেচনায়-

-বিশ্বকাপ - ২০ পয়েন্ট
-কনফেডারেশন কাপ-১৫
-ক্লাব বিশ্বকাপ - ১২ পয়েন্ট
-চ্যাম্পিয়ন্স লীগ ১০ পয়েন্ট
-লীগ - পয়েন্ট
-ঘরোয়া লীগ- পয়েন্ট
-ক্লাব পর্যায়ে যেমন শীর্ষ লীগের গোলের পয়েন্ট অন্য গুলোর পয়েন্ট . সেভাবে ইউরো/কোপা সহ অন্যান্য মহাদেশীয় টুর্নামেন্টের জন্য একটা মানদন্ড তৈরি করে নিতে হবে আগেই বিশেষজ্ঞদের মতামত নিয়ে। তারপর সেই কাপগুলোর পয়েন্ট নির্ধারন
.
.
এবার উপরের পয়েন্ট ডিস্ট্রিবিউশনের আলোকে আরেকটু পর্যালোচনা হচ্চে-

যেহেতু মিডফিল্ডার এবং স্ট্রাইকারদের গোল করার সুযোগ বেশি তাই তাদের ক্লিনশীট পয়েন্ট দেওয়ার প্রয়োজন নেই।

ম্যান অফ দ্যা ম্যাচের জন্য পয়েন্ট (-) তা ডিস্ট্রিবিউট করতে হবে ম্যাচে তার প্রাপ্ত রেটিং এর উপর
রেটিং এর জন্য .
রেটিং এর জন্য এবং
রেটিং এর জন্য ৩।

আবার স্ট্রাইকার, মিডফিল্ডার এবং ডিফেন্ডারদের গোলের পয়েন্ট ব্যাবধান স্ট্যান্ডাড নিয়ম হতে পারে।

এরকম আরো কিছু বিষয় যা একটি ফুটবল ম্যাচে ভুমিকা রাখে তা যোগ করা যেতে পারে।

ফেয়ার প্লে
যাতীয় পয়েন্টগুলো

এভাবেই যে কোন পজিশন থেকেই যে কেউই মৌসুম জুড়ে ভালো পারফরম্যান্স করে জিতে নিতে পারে ফিফা ব্যালন ডি অর। ইভেন গোলকিপারও !!!

ধন্যবাদ

U can provide your opinion in comments box.
Thank you very much for read this post..

#FootballJagat
#FifaBestPlayer

#TheBestPlayer
#Mahmud

0 comments:

Post a Comment