Wednesday, December 21, 2016

”অপ্রতিরোধ্য বার্সেলোনার চার সৈনিক”

”বার্সেলোনা” বার্সেলোনার বর্তমান সফলতার কথা চিন্তা করলে প্রথমেই যে চারজনের নাম আপনাকে নিতে হবে তারা হচ্ছেন- লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, লুইস সুয়ারেজ এবং নেইমার জুনিয়র। এই চারজনের পারফরম্যান্স ব্যতিত বর্তমানে বার্সেলোনার সফলতার কথা চিন্তা করাটা কিছুটা দুস্কর! জাভি, পুয়োল, দানি আলভেজরা চলে যাওয়ার পর বার্সেলোনার ত্রান কর্তা বলা যায় এই চার সৈনিকই।

Related Posts:

0 comments:

Post a Comment