এসি মিলান!!
এক সময়রে দুর্দান্ত প্রতাপে খেলা ক্লাবটি যেন কোথাও খেই হারিয়েই ফেলেছিলো!!! কোপা ইতালিয়ার শিরোপা হতে পারে তাদের চেনারূপে ফেরার একটা অবলম্বন। গত রাতে জুভেন্টাসের সাথে তাদের ফাইনালটি ছিলো উত্তেজনায় ঠাসা, নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ গোলে । অতিরিক্ত সময়ে দু পক্ষই একের পর এক আক্রমন শানিয়ে গেলেও গোলের দেখা পায়নি কেউই, খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে যেখানে পাওলো ডিবালা এবং মারিও মানজুকিচের মিসের খেসারত দিতে হয় জুভেন্টাসকে, এসি মিলান ম্যাচটি জিতে নেয় ৪-৩ গোলে। অবশ্য ম্যাচে হেরে গেলেও সব দিক দিয়েই এগিয়ে ছিলো জুভেন্টাস। অন টার্গেটে তাদের শর্ট ছিলো ১৫ টি যেখানে এসি মিলানের শর্ট ১০। অফ টার্গেটে এসি মিলান এবং জুভিদের সমান শর্ট ৬ টি করে । পজিশনে জুভিরা ৫২% এর যায়গায় এসি মিলান ছিলো ৪৮% । মোদ্যাকথা দর্শকরা ফাইনাল ম্যাচ যেরকম দেখতে চায় অনেকটা জুভি-মিলান সেই আবহ তৈরি করে দিয়েছে।
ইতালিয়ান সুপার কোপা চ্যাম্পিয়ন এসি মিলান।
এক সময়রে দুর্দান্ত প্রতাপে খেলা ক্লাবটি যেন কোথাও খেই হারিয়েই ফেলেছিলো!!! কোপা ইতালিয়ার শিরোপা হতে পারে তাদের চেনারূপে ফেরার একটা অবলম্বন। গত রাতে জুভেন্টাসের সাথে তাদের ফাইনালটি ছিলো উত্তেজনায় ঠাসা, নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ গোলে । অতিরিক্ত সময়ে দু পক্ষই একের পর এক আক্রমন শানিয়ে গেলেও গোলের দেখা পায়নি কেউই, খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে যেখানে পাওলো ডিবালা এবং মারিও মানজুকিচের মিসের খেসারত দিতে হয় জুভেন্টাসকে, এসি মিলান ম্যাচটি জিতে নেয় ৪-৩ গোলে। অবশ্য ম্যাচে হেরে গেলেও সব দিক দিয়েই এগিয়ে ছিলো জুভেন্টাস। অন টার্গেটে তাদের শর্ট ছিলো ১৫ টি যেখানে এসি মিলানের শর্ট ১০। অফ টার্গেটে এসি মিলান এবং জুভিদের সমান শর্ট ৬ টি করে । পজিশনে জুভিরা ৫২% এর যায়গায় এসি মিলান ছিলো ৪৮% । মোদ্যাকথা দর্শকরা ফাইনাল ম্যাচ যেরকম দেখতে চায় অনেকটা জুভি-মিলান সেই আবহ তৈরি করে দিয়েছে।
ইতালিয়ান সুপার কোপা চ্যাম্পিয়ন এসি মিলান।
0 comments:
Post a Comment