Saturday, December 24, 2016

ইতালিয়ান সুপার কোপা চ্যাম্পিয়ন এসি মিলান।

এসি মিলান!!

এক সময়রে দুর্দান্ত প্রতাপে খেলা ক্লাবটি যেন কোথাও খেই হারিয়েই ফেলেছিলো!!! কোপা ইতালিয়ার শিরোপা হতে পারে তাদের চেনারূপে ফেরার একটা অবলম্বন। গত রাতে জুভেন্টাসের সাথে তাদের ফাইনালটি ছিলো উত্তেজনায় ঠাসা, নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ গোলে । অতিরিক্ত সময়ে দু পক্ষই একের পর এক আক্রমন শানিয়ে গেলেও গোলের দেখা পায়নি কেউই, খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে যেখানে পাওলো ডিবালা এবং মারিও মানজুকিচের মিসের খেসারত দিতে হয় জুভেন্টাসকে, এসি মিলান ম্যাচটি জিতে নেয় ৪-৩ গোলে। অবশ্য ম্যাচে হেরে গেলেও  সব দিক দিয়েই এগিয়ে ছিলো জুভেন্টাস। অন টার্গেটে তাদের শর্ট ছিলো ১৫ টি যেখানে এসি মিলানের শর্ট ১০। অফ টার্গেটে এসি মিলান এবং জুভিদের সমান শর্ট ৬ টি করে । পজিশনে জুভিরা ৫২% এর যায়গায় এসি মিলান ছিলো ৪৮% । মোদ্যাকথা দর্শকরা ফাইনাল ম্যাচ যেরকম দেখতে চায় অনেকটা জুভি-মিলান সেই আবহ তৈরি করে দিয়েছে।

ইতালিয়ান সুপার কোপা  চ্যাম্পিয়ন এসি মিলান।

Related Posts:

  • ”George is Best" By: Saimon Rasel Maradona is good,Pele is better,but George is best"এই কথাগুলো নরদার্ন আয়ারল্যান্ড এর সকলের মুখেই শুনা যেত তাদের দেশের পোস্টার বয়কে নিয়ে। আপনি ভাবতে পারেন কি এমন প্লেয়ার ছিলেন তিনি,যে পেলে ম্যারাদোনা থেকেও মানুষ সেরা বলতো?হ্য… Read More
  • বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়ার্ড ঘোষণা সাকিব আল হাসানকে অধিনায়ক করে সাউথ আফ্রিকার বিপক্ষে ২ ম্যাচ টি২০ সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষনা করেছে বিসিবি। এতে সর্বশেষ টি২০ স্কোয়াড থেকে ৭ টি পরিবর্তন করা হয়েছে!! 😲 ১৪ সদস্যের টি২০ স্কোয়াড : সাকিব আল হাসান, ম… Read More
  • ৫ বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল এবং মারাকানার স্মৃতী by Likhon Kazi ১৯৫০ সালের মারকানার কষ্ট নিয়ে প্রতিটি ব্রাজিলিয়ান ঘুরে ফিরে কারন ১৯৫০ সালের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক ব্রাজিল ও উরুগুয়ে। বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে আলোচিত ফাইনাল এটি। ব্রাজিলীয়দের জন্য এই ফাইনাল ছি… Read More
  • এথলেটিক মাদ্রিদ বনাম বার্সেলোনা ম্যাচ রিভিউ by Monjurul Islam ম্যাচ রিভিউ বার্সেলোনা ১-১ অ্যাতলেটিকো গোল:সাউল,সুয়ারেজ লা লিগায় অষ্টম ম্যাচে এসে টানা জয়ের ছন্দপতন ঘটল। অষ্টম রাউন্ড শেষে ২২ পয়েন্ট নিয়ে অবশ্য শীর্ষেই আছে বার্সেলোনা। এটিএমের নতুন মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানো ষ্টেড… Read More
  • ম্যাচ ডে!!! ম্যাচ ডে!!! ফটবল ওইয়ার্ল্ড ডে!!! ==== ইংলিশ প্রিমিয়ার লীগ ====  চেলসি - ওয়াটফোর্ড  বিকেল ৫:৩০ চ্যানেল : Star Sports Select HD 1 লাইভ স্ট্রিম : http://www.yalla-shoot… Read More

0 comments:

Post a Comment